নিজস্ব প্রতিবেদক: ২৫ লাখ ৬৭ হাজার ১৫০টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সূত্র অনুযায়ী, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৪ কর্পোরেট উদ্যোক্তা র্যাংগস লিমিটেড ৬ লাখ ১৩ হাজার ৫০টি শেয়ার, ট্রেইনকো লিমিটেড ৩ লাখ ৬ হাজার ৫২৫টি শেয়ার, ট্রান্সফিন লিমিটেড ৩ লাখ ৬ হাজার ৫২৫টি ও কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বাংলা ৬ লাখ ১৩ হাজার ৫০টি কেনার ঘোষণা দিয়েছেন।
ইস্টার্ন ইন্স্যুরেন্সের স্পন্সর পরিচালক, ট্রান্স এশিয়া ইন্ডাস্ট্রিজের পরিচালক, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের নমিনেডের পরিচালক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পাবলিক শেয়ার হোল্ডার পরিচালক মো. মতিউর রহমান ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩ লাখ ২৯ হাজার শেয়ার, উত্তরা ফাইন্যান্সের ৩ লাখ ২৫ হাজার শেয়ার ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৭৪ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে শাহজাল ইসলামী ব্যাংকের পরিচালক মিসেস তাহেরা ফারুক ১০ লাখ শেয়ার ও প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালক মিসেস গুল আফরোজ বানু ১০ লাখ ৪৮ হাজার ৪৬৭টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী