মিথুন নিটিংয়ের উৎপাদন কার্যক্রম স্থগিত

সময়: রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০১৯ ৮:১৩:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ইপিজেড এ অবস্থিতি বস্ত্র খাতের ‘জেড’ ক্যাটাগরির নিথুন নিটিং অ্যান্ড ডায়িং এর উৎপাদন কার্যক্রম স্থগিত রেখেছে কোম্পানির পরিচালনা পর্যদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী গত ২০ সেপ্টেম্বর ২০১৯ থেকে এ উৎপাদন কার্যক্রম স্থগিত রয়েছে। তবে কি কারণে উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়েছে হয়েছে তা জানানো হয়। উৎপাদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তা জানানো হবে।

এদিকে আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১০ টাকা ৪০য় লেনদেন হয়। গত এক বছরে ১০ টাকা ২০ পয়সা থেকে ২১ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে এ কোম্পানির শেয়ার।

১৯৯৪ সালের সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানির পরিশোধিত মূলধন ৩২ কোটি ৪৯ লাখ ১০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ২৪ লাখ ৯১ হাজার ১৬২টি। কোম্পানিটি সর্বশেষ ২০১৬ সালে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩১১ বার পড়া হয়েছে ।
Tagged