২ কোম্পানির এজিএম আজ

সময়: শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০১৯ ৩:২৯:৩৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিদুটি হচ্ছে বীমা খাতের সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের এজিএম আজ বেলা ১১টায় ঢাকার এমএইচ সমরিতা হসপিটাল ও মেডিক্যাল কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
অন্যদিকে, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এজিএম আজ সকাল ১০.৩০ মিনিটে ঢাকার তোপখানা রোডে অবস্থিত ফারইস্ট টাওয়ারে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৫৮ বার পড়া হয়েছে ।
Tagged