অগ্রনী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: বুধবার, এপ্রিল ১২, ২০২৩ ১২:৫৪:০৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্রনী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়।

জানা যায়, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় ( কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪৩ পয়সা।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (কনসোলিডেটেড এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৪৬ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২০ পয়সা।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ( এনএভিপিএস) হয়েছে ২০ টাকা ২৩ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২০ টাকা ২৭ পয়সা।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) এককভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি (সলো ইপিএস) হয়েছে ৪৮ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪৬ পয়সা।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) এককভাবে শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (সলো এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৮ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২০ পয়সা।

 

Share
নিউজটি ১২০ বার পড়া হয়েছে ।
Tagged