অডিট আপত্তির প্রথম কিস্তির টাকা দিল রবি

সময়: মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২০ ৯:২২:০৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : অডিট আপত্তি বাবদ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা টাকার প্রথম কিস্তির ২৭ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করেছে রবি আজিয়াটা।

বিটিআরসি’র দাবি অনুযায়ী তারা রবি কাছে ৮৬৭ কোটি টাকা পাবে। গত ৫ জানুয়ারি হাইকোর্ট এই টাকার মধ্যে ১৩৮ কোটি পরিশোধ করার নির্দেশনা দেয়। এজন্য হাইকোর্ট তাদের পাঁচ মাসের কিস্তিতে টাকা পরিশোধ করার সুযোগ দেয়। গতকাল মঙ্গলবার মোবাইল অপারেটর রবি পাঁচ কিস্তির প্রথমটি পরিশোধ করে বলে বিটিআরসি সূত্রে জানা গেছে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার হিসেবে গ্রামীণফোনের ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা এবং রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা রয়েছে। এই দু’টি প্রতিষ্ঠানে বিটিআরসি’র পরিচালিত নিরীক্ষা আপত্তিতে এই অর্থ পাওনা হয়েছে বলে উল্লেখ করা হয়।

অর্থ পরিশোধের কারণে টেলিযোগাযোগসহ সরঞ্জাম আমদানি ও প্যাকেজ অনুমোদনের ক্ষেত্রে রবির ওপর নিয়ন্ত্রক সংস্থার এনওসি বন্ধের নিষেধাজ্ঞা উঠে যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে রবি তাদের পাওনা টাকা পরিশোধ করা শুরু করলেও গ্রামীণফোন এখনো কোনো অর্থ পরিশোধ করেনি।

গ্রামীণফোনকে আদালত দু’ই হাজার কোটি টাকা পরিশোধের কথা বলেছিল। আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে এই অর্থ পরিশোধের সুযোগ রয়েছে।

এদিকে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে প্রতিষ্ঠান আদালতের নির্দেশ মোতাবেক সময়মতো পাওনা অর্থ পরিশোধে ব্যর্থ হবে সেই প্রতিষ্ঠানে প্রশাসক বসিয়ে পাওনা আদায় করা হবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৫০৯ বার পড়া হয়েছে ।
Tagged