অনিবার্য কারণে সি পার্ল বিচ রিসোর্টের এজিএম স্থগিত

সময়: মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫ ২:০২:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পর্যটন ও হোটেল খাতের কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড তাদের আসন্ন ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে পরিচালনা পর্ষদ এজিএম স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পূর্বঘোষণা অনুযায়ী, সভাটি আগামী ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত দিনে এজিএম আর অনুষ্ঠিত হবে না।

এর আগে গত ২৮ অক্টোবর কোম্পানিটি ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা ডিএসইর মাধ্যমে প্রকাশ করে। সে সময় এজিএমের তারিখ ও সময় নির্ধারণ করা হলেও পরবর্তীতে তা পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়।

স্থগিত হওয়া এজিএমের নতুন তারিখ, সময় এবং ভেন্যু পরবর্তীতে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে সংশোধিত সময়সূচি জানার জন্য বিনিয়োগকারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য অর্থবছরে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৬ পয়সা, যেখানে আগের অর্থবছরে লোকসান ছিল ২ টাকা ৩২ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ২ টাকা ৪৪ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৯ টাকা ৩৮ পয়সা। এছাড়া ৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ২৮ পয়সা।

Share
নিউজটি ৩৫ বার পড়া হয়েছে ।
Tagged