অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে এনভয় টেক্সটাইল

সময়: মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২০ ৭:২৭:১৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল মিলস লিমিটেড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২০-২০২১ হিসাব বছরের জন্য অন্তবর্তীকালীন এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।
৫ শতাংশ লভ্যাংশের জন্য কোম্পানিটিকে শেয়ারহোল্ডারদের ৮ কোটি টাকা পরিশোধ করতে হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারহোল্ডার যাচাই-বাছাইয়ের লক্ষ্যে কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ ডিসেম্বর। সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কোম্পিানিটি।
এর আগে গত ১৩ অক্টোবর কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
এরপর গত সপ্তাহে কোম্পানিটি প্রথম প্রান্তিকের অনিরীক্ষত (জুলাই-সেপ্টেম্বর, ২০) সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৫৬ পয়সা। অন্যদিকে এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৮ টাকা ৫৩ পয়সা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৬৫৬ বার পড়া হয়েছে ।
Tagged