অন্তর্বর্তীকালিন লভ্যাংশ ঘোষণা করেছে বিএসআরএম

সময়: শনিবার, জানুয়ারি ৩০, ২০২১ ২:১৯:৪৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : চলতি ২০২০-২১ হিসাববছরের জন্য অন্তর্র্বতী লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম)। হিসাববছরের প্রথমার্ধের মুনাফা থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৪ টাকা ৯৪ পয়সা।

লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ৩৮৭ বার পড়া হয়েছে ।
Tagged