অবৈধ সম্পদ অর্জন

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তাকে দুদকের তলব

সময়: সোমবার, আগস্ট ২৬, ২০১৯ ৪:২৫:৫৭ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : নিজের ও স্ত্রীর নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেসরকারি খাতের এনআরবি কমার্শিয়াল ব্যাংকের হাতিরপুল শাখার ম্যানেজার মো. নাসিমুল কবির-কে ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সকাল দশটায় তাকে নথিপত্রসহ দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হতে বলা হয়েছে।
নাসিমুল কবিরের বিরুদ্ধে ঋণ জালিয়াতি, ঘুষ, দুর্নীতি ও হুন্ডি ব্যবসার মাধ্যমে নিজ এবং স্ত্রীর নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক। এ ব্যাপারে সংস্থাটি উপ-সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকীকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে ।
গত ১৯ আগস্ট নুর আলম সিদ্দিকীর স্বাক্ষরিত চিঠিতে অভিযুক্তকে ২৬ আগস্ট (সোমবার) সকাল দশটায় তদন্ত কর্মকর্তার কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। এ সময় নিজের, স্ত্রী ও সন্তানদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সন্তানদের জাতীয় পরিচয়পত্র না থাকলে তাদের জন্ম সনদ নিয়ে আসার নির্দেশ দেয়া হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৬৭ বার পড়া হয়েছে ।
Tagged