সূচক কমলেও বেড়েছে লেনদেন

অব্যহত উত্থানে লেনদেন বাড়ছে

সময়: সোমবার, মার্চ ৬, ২০২৩ ৪:৫৩:১০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : গত কার্যদিবসের মত আজও দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন হয়েছে। এই অব্যাহত উত্থানে লেনদেন বাড়ছে দেশের শেয়ারবাজারে। আজ ০৬ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন বেড়ে ৭শ কোটি টাকার ঘরে চলে এসেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ০৬ মার্চ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৯ দশমিক ৪৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৫ দশমিক ৯৮ পয়েন্টে। এছাড়া, ডিএসইএস সূচক ১ দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ দশমিক ৮২ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০০টি এবং কমেছে ৬৫টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৭৮টির। এদিন ডিএসইতে সামবার ডিএসইতে ৭২৭ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৬২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার।

অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৭ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৩০ দশমিক ৮১ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৮ দশমিক ৯৮ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৫ দশমিক ৭৫ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ১৩ হাজার ৩৪৫ দশমিক ৪৯ পয়েন্টে, ১১ হাজার ৪৮ দশমিক ১৫ পয়েন্টে এবং ১ হাজার ১৬১ দশমিক ৩১ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৪ দশমিক ৩৭ পয়েন্টে।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৩টি, কমেছে ২৮টি এবং পরিবর্তন হয়নি ৮৪টির।

এদিন চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৭ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস রবিবার ১৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

Share
নিউজটি ১১৪ বার পড়া হয়েছে ।
Tagged