অস্থির পুঁজিবাজার: চেয়ারম্যানের অপসারণসহ আট দফায় বিনিয়োগকারীদের নতুন জোটের বিক্ষোভ

সময়: রবিবার, নভেম্বর ১৬, ২০২৫ ৯:০৭:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি অস্থিরতা ও টানা দরপতনের প্রতিবাদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগসহ আট দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিনিয়োগকারীদের ১০ সংগঠনের সমন্বয়ে গঠিত নতুন প্ল্যাটফর্ম। তাদের দাবির মধ্যে একীভূত পাঁচ ব্যাংকের শেয়ারমূল্য পুনঃনির্ধারণ, মার্জিন ঋণ বিধিমালা এবং মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার গেজেট বাতিলও অন্তর্ভুক্ত।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে বিএসইসির প্রধান কার্যালয়ের সামনে আয়োজন করা হয় এই বিক্ষোভ কর্মসূচি। সেখানে অংশ নেওয়া বিনিয়োগকারীরা চেয়ারম্যানের দ্রুত অপসারণের দাবিতে নানা স্লোগান তুলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার ও নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই শেয়ারবাজারে ধারাবাহিক পতন শুরু হয়। তারা বলেন, বাজারের এ সংকটময় পরিস্থিতির জন্য মূলত অর্থ উপদেষ্টা এবং বিএসইসি চেয়ারম্যানই দায়ী। বিনিয়োগকারীর স্বার্থ সুরক্ষা ও বাজার স্থিতিশীলতার জন্য দ্রুত নেতৃত্ব পরিবর্তনের দাবি জানান তারা।

এসময় বক্তারা আরও সতর্ক করে বলেন, পুঁজিবাজারে ইতিবাচক অগ্রগতি না হলে দেশজুড়ে সব বিনিয়োগকারী সংগঠনকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বিক্ষোভস্থল থেকেই শেয়ারবাজার সংশ্লিষ্ট ১০টি সংগঠনকে নিয়ে নতুন জোট গঠনের ঘোষণা দেওয়া হয়। সংগঠনগুলো হলো—বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শেয়ারবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ, শেয়ারবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন, বাংলাদেশ শেয়ার ইনভেস্টরস অ্যাসোসিয়েশন, আইসিবি ইনভেস্টরস ফোরাম, শেয়ারবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদ, ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস ফোরাম, শেয়ারবাজার বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত পরিষদ, শেয়ারবাজার বিনিয়োগকারী স্থিতিশীল পরিষদ এবং বাংলাদেশ শেয়ারবাজার বিনিয়োগকারী কল্যাণ পরিষদ।

জোটের সিনিয়র সমন্বয়ক এসএম ইকবাল হোসেন কর্মসূচি থেকে আট দফা দাবি উপস্থাপন করেন, যা হলো—

১) অযোগ্য ও অদক্ষ বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের দ্রুত অপসারণ
২) মার্জিন ঋণ বিধিমালা ২০২৫-এর গেজেট বাতিল
৩) মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা ২০২৫-এর গেজেট বাতিল
৪) একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের শেয়ারের মূল্য বিনিয়োগকারীদের দ্রুত ফেরত প্রদান
৫) বিনিয়োগকারীর স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়ায় সমগ্র বিএসইসি কমিশনের পদত্যাগ
৬) কমিশনের দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের শনাক্ত করে অপসারণ
৭) শেয়ারবাজার ও মিউচ্যুয়াল ফান্ড লুটের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি
৮) শেয়ারবাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত লেনদেন স্থগিত রাখা

Share
নিউজটি ৭৯ বার পড়া হয়েছে ।
Tagged