অস্বাভাবিক দরবৃদ্ধিতে বিনিয়োগকারীদের সাবধান করলো ডিএসই

সময়: বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫ ৭:৫৪:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে দর বাড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত লাভেলো আইসক্রীমের শেয়ারদর। যে কারণে বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই জানিয়েছে, কোম্পানিটির শেয়ারদর গত এক মাসে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। যেখানে ২০ মে প্রতি শেয়ার লেনদেন হয়েছিল ৭৯ টাকা ২০ পয়সায়, ১৮ জুন সেখানে লেনদেন শেষে এই দর দাঁড়িয়েছে ১০২ টাকায়। অর্থাৎ, মাত্র ৩০ দিনে দরবৃদ্ধি হয়েছে ২২ টাকা ৮০ পয়সা বা প্রায় ২৯ শতাংশ।

এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য রয়েছে কিনা, লাভেলো কর্তৃপক্ষের কাছে তা জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই। জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই যা শেয়ারদরে এই উত্থানের জন্য দায়ী হতে পারে।

ডিএসই বলছে, মূলত বাজারে গুজব, অতিরিক্ত চাহিদা কিংবা মনস্তাত্ত্বিক প্রভাবেও কোনো শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়তে পারে। ফলে বিনিয়োগকারীদের এই ধরনের পরিস্থিতিতে বিনিয়োগের আগে যথাযথ মূল্যায়ন ও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Share
নিউজটি ২৩৩ বার পড়া হয়েছে ।
Tagged