অস্বাভাবিক দামে বাড়ছে ৪ শেয়ার: বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই

সময়: বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫ ৮:৪১:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন লক্ষ্য করা গেছে। এ কারণে বিনিয়োগকারীদের সতর্ক করতে সতর্কবার্তা জারি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিগুলোর মধ্যে তিনটি ব্যাখ্যা দিলেও একটি কোনো জবাব দেয়নি। বুধবার (৩ সেপ্টেম্বর) ডিএসই এ তথ্য প্রকাশ করে।

তথ্য অনুযায়ী, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং বঙ্গজ লিমিটেড–এর শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়েছে।

এর মধ্যে বঙ্গজ লিমিটেড ছাড়া অন্য তিনটি কোম্পানি জানিয়েছে, তাদের কাছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (PSI) নেই। ফলে অস্বাভাবিক দরবৃদ্ধির কোনো যুক্তি নেই। তবে বঙ্গজ লিমিটেড ডিএসইর চিঠির জবাব দেয়নি।

শ্যামপুর সুগার মিলস:
গত ১৭ আগস্ট শেয়ারদর ছিল ১২০ টাকা ১০ পয়সা, যা ১০ কার্যদিবসে বেড়ে দাঁড়ায় ১৭৯ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ দর বেড়েছে প্রায় ৫০%। সর্বাধিক লেনদেন হয় ৯৪,১৫৪ শেয়ার।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স:
গত ২২ জুন শেয়ারদর ছিল ৩০ টাকা ৯০ পয়সা। আলোচিত সময়ে তা বেড়ে দাঁড়ায় ৪৮ টাকা ১০ পয়সায়, অর্থাৎ প্রায় ৫৬% বৃদ্ধি। সর্বাধিক লেনদেন হয় ৬ লাখ ৬৬ হাজার ৩০৫ শেয়ার।

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস:
২৩ জুন শেয়ারদর ছিল ৯ টাকা ৯০ পয়সা, যা বেড়ে দাঁড়ায় ১৮ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ প্রায় ৮৮% বৃদ্ধি। আলোচিত সময়ে সর্বাধিক ৯৪ লাখ ৩১ হাজার ৪৩০ শেয়ার লেনদেন হয়।

বঙ্গজ লিমিটেড:
২২ জুন শেয়ারদর ছিল ৮৬ টাকা ২০ পয়সা। সাম্প্রতিক সময়ে তা বেড়ে দাঁড়ায় ১৪১ টাকা ৩০ পয়সায়, যা প্রায় ৬৪% বৃদ্ধি। সর্বাধিক লেনদেন হয় ৮ লাখ ১৭ হাজার ৮১০ শেয়ার।

ডিএসই জানিয়েছে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শ্যামপুর সুগার, প্রাইম ইসলামী লাইফ ও ডমিনেজ স্টিলের শেয়ারদর বেড়েছে। বিনিয়োগকারীদের সতর্ক করে বলা হয়েছে, যেন তারা তথ্য যাচাই ছাড়া বিনিয়োগে ঝুঁকি না নেন। বঙ্গজ লিমিটেড কর্তৃপক্ষ ডিএসইর অনুসন্ধান চিঠির জবাব দেয়নি।

 

Share
নিউজটি ১৮৫ বার পড়া হয়েছে ।
Tagged