নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিম টেক্স ইন্ডাস্ট্রিজ এবং ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ–এই দুই কোম্পানির শেয়ারদর সম্প্রতি অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। তবে এই দরবৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য বা যৌক্তিক কারণ নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের স্বার্থে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানি দুটিকে সতর্কবার্তা দিয়েছে।
ডিএসই জানিয়েছে, সোমবার (১৩ অক্টোবর) শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে সিম টেক্স ইন্ডাস্ট্রিজ ও ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। বাজারের স্বচ্ছতা বজায় রাখতে এবং কোনো ধরনের কারসাজি বা গোপন তথ্যের অপব্যবহার হচ্ছে কিনা তা নিশ্চিত করতে এই অনুসন্ধান করা হয়।
বাজারের প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উত্থান-পতন দেখা দিলে নিয়ন্ত্রক সংস্থা বা স্টক এক্সচেঞ্জ কোম্পানিকে কারণ ব্যাখ্যা করতে বলে। এই প্রক্রিয়ার উদ্দেশ্য হলো বিনিয়োগকারীদের সুরক্ষা এবং বাজারে স্বচ্ছতা বজায় রাখা।
ডিএসইর চিঠির জবাবে সিম টেক্স ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, তাদের কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই এবং কোম্পানির শেয়ারদর সম্পূর্ণভাবে বাজারের চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে বেড়েছে। তবে ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ এখন পর্যন্ত ডিএসইর চিঠির কোনো উত্তর দেয়নি।
লেনদেনের পরিসংখ্যান অনুযায়ী, সিম টেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারদর গত ১৩ জুলাই ছিল ১৫ টাকা ৭০ পয়সা, যা আজ সোমবার (১৩ অক্টোবর) বেড়ে ২৮ টাকা ১০ পয়সা হয়েছে।
অন্যদিকে, ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ারদর গত ২ সেপ্টেম্বর ছিল ৮ টাকা ৬০ পয়সা, যা আজ দাঁড়িয়েছে ১০ টাকা ২০ পয়সায়। এর আগে গত ৮ অক্টোবর এটি উঠে গিয়েছিল ১১ টাকা ৩০ পয়সায়।
এদিকে, প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, গত ২১ সেপ্টেম্বর কে অ্যান্ড কিউ কোম্পানির শেয়ারদর ছিল ৩৪৪ টাকা ২০ পয়সা, যা ৮ অক্টোবর বেড়ে ৪১৪ টাকায় পৌঁছেছে—অর্থাৎ কয়েক কার্যদিবসের ব্যবধানে ৭২ টাকা ৮০ পয়সা বা ২১.১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ডিএসই বলছে, বিনিয়োগকারীদের উচিত যাচাই-বাছাই করে বিনিয়োগ করা এবং অযৌক্তিক দামের প্রভাবে কোনো সিদ্ধান্ত না নেওয়া। বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নিয়ন্ত্রক সংস্থা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।


