অস্বাভাবিক হারে দর বাড়ায় ২ কোম্পানিকে শোকজ

সময়: বুধবার, আগস্ট ২৬, ২০২০ ১২:১৭:৪০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা কনডেন্সড মিল্ক ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ায় তদন্ত নোটিশ পাঠিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইকে জানিয়েছে এ ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ২৫ আগস্ট নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৭ জুলাই মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর ছিল ১০ টাকা ৪০ পয়সা। ২৫ আগস্ট তা ১৭ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়।

অন্যদিকে একই সময়ে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৮ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ১৭ টাকা ৮০ পয়সায় উন্নীত হয়।

আর শেয়ার দুইটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

দৈনিক শেয়ারবাজার পতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৬৮ বার পড়া হয়েছে ।
Tagged