অস্বাভাবিক হারে দর বাড়ায় বিডি ল্যাম্পসকে ডিএসিইর তদন্ত নোটিশ

সময়: মঙ্গলবার, ডিসেম্বর ১, ২০২০ ১১:১৯:৫০ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের (বিডি ল্যাম্পস) শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বাড়ার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) কোম্পানিটিকে তদন্ত নোটিশ পাঠিয়েছে। এর প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ জানায় অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ৩০ নভেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২ নভেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ১৩৭ টাকা ৬০ পয়সা। ৩০ নভেম্বর তা ২১৪ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়।
আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪০৩ বার পড়া হয়েছে ।
Tagged