অস্বাভাবিক হারে দর বাড়ায় ইউনিলিভারকে তদন্ত নোটিশ

সময়: সোমবার, ডিসেম্বর ৭, ২০২০ ৩:০৬:১৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : অস্বাভাবিক হারে বাড়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডকে তদন্ত নোটিশ পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর প্রেক্ষিতে কোম্পানির পক্ষ থেকে জানিয়েছে কানো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সম্প্রতি ইউনিলিভারের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৯ নভেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ২ হাজার ২৫৬ টাকা ৫০ পয়সা। ৬ ডিসেম্বর তা ২ হাজার ৮৭৯ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়।
কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৬০ বার পড়া হয়েছে ।
Tagged