অস্বাভাবিক হারে দর বাড়ায় প্যারামাউন্ট ইন্স্যুরেন্সকে ডিএসইর তদন্ত নোটিশ

সময়: বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২০ ৪:১২:২৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডকে তদন্ত নোটিশ পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত কয়েক কার্যদিবসে ধরে এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়তে দেখা গেছে। আর তাই কোম্পানিটিরর কাছে দর বাড়ার কারণ জানতে চায় ডিএসই। তারই প্রেক্ষিতে দর বাড়ার কোন মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছেন কোম্পানিগুলোর কর্তৃপক্ষ।
গত বছরের ২২ জুলাই থেকে এ কোম্পানির শেয়ার দর বেড়ে চলেছে। ওইদিন এ কোম্পানির শেয়ারের দর ছিলো ৬৮.১০ টাকা। যা ১৬ আগস্ট বেড়ে লেনদেন হয়েছে ১১৪.৩০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৬.২০ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৬৬ বার পড়া হয়েছে ।
Tagged