অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ায় ডিএসইর শোকজ

সময়: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫ ২:২৯:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিদেবক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গত ১০ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিলো ১৭ টাকা ৯০ পয়সায়। আর বুধবার (১৯ ফেব্রিয়ারি) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ২৫ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। অর্থাৎ মাত্র ৮ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ৯০ পয়সা।

Share
নিউজটি ২৫১ বার পড়া হয়েছে ।
Tagged