আংশিক বন্ধ থাকবে আরএকে সিরামিকসের উৎপাদন

সময়: সোমবার, ডিসেম্বর ২১, ২০২০ ৩:৩০:৫৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :  আগামী এক মাসের জন্য আংশিক উৎপাদন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকসের। আজ সোমবার ২১ ডিসেম্বর থেকে এটা করযকর হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানয়, আরএকে সিরামিকসের সহযোগী প্রতিষ্ঠান আরএকে পাওয়ার প্রাইভেট লিমিটেডের পাওয়ার প্লান্ট রক্ষনাবেক্ষণের জন্য কোম্পানিটির উৎপাদন আংশিক বন্ধ থাকবে। আরএকে পাওয়ার আরএকে সিরামিকসের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান।

আরএকে সিরামিকসের ৪টি টাইলস উৎপাদন লাইনের মধ্যে প্লান্ট-৩ এবং প্লান্ট-৪ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। আর প্লান্ট-১ এবং প্লাট-২ এর উৎপাদন প্রক্রিয়া ৫০ এবং ১০০ শতাংশ চলবে। স্যানিটারী পণ্য উৎপাদন লাইনে ৭০ শতাংশ উৎপাদন প্রক্রিয়া চালু থাকবে।

কোম্পানিটি আরও জানায়, পাওয়ার প্লান্টের কাজ শেষ হওয়ার পর কোম্পানিটি উৎপাদন প্রক্রিয়া চালুর ঘোষণা দেবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৫১০ বার পড়া হয়েছে ।
Tagged