নিজস্ব প্রতিবেদক: আইপিও অর্থের অপব্যবহার এবং বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন করার অভিযোগে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচ পরিচালকের বিরুদ্ধে ১০০ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (২৩ জুলাই) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
জানা গেছে, কোম্পানিটি আইপিওর শর্ত ভঙ্গ করে অর্জিত সুদসহ ৮০ কোটি ১১ লাখ টাকা সহযোগী প্রতিষ্ঠান লিগ্যাসি ফ্যাশন লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার ক্রয়ে ব্যবহার করে, যা আইনবহির্ভূত। ফলে বিনিয়োগকারীদের স্বার্থ বিঘ্নিত হওয়ায় বিএসইসি রিজেন্ট টেক্সটাইলকে ৩০ দিনের মধ্যে এই অর্থ কোম্পানিতে ফেরত আনার নির্দেশ দেয়।
কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত না আনায় পাঁচ পরিচালকের প্রত্যেককে ২০ কোটি টাকা করে মোট ১০০ কোটি টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব, মো. ইয়াকুব আলী, মো. ইয়াসিন আলী, তানভীর হাবিব এবং মোশাররফ হাবিব।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, “আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কমিশনের অবস্থান কঠোর। ভবিষ্যতে আইপিও ফান্ড ব্যবহারে যে কোনো ধরনের অনিয়ম হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”


