নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আগামী ১ ডিসেম্বর ২০২৫ তাদের ৯ম বার্ষিক সাধারণ সভা (ইজিএম) আয়োজন করতে যাচ্ছে। সভায় কোম্পানি এবং শেয়ারহোল্ডারদের স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে, যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)সহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষ।
ইজিএমে যে প্রস্তাবগুলো উত্থাপন করা হচ্ছে তার মধ্যে রয়েছে—কোম্পানির বর্তমান নাম “সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড” পরিবর্তন করে “সিলভা ফার্মাসিউটিক্যালস পিএলসি” রাখা। পাশাপাশি কোম্পানি আইন–১৯৯৪ অনুযায়ী প্রতিষ্ঠানের প্রয়োজনে সমিতির স্মারকলিপি ও প্রবন্ধের বেশ কিছু ধারা সংশোধন করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে, পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা সম্পর্কিত ধারা ৮৬–এ সংশোধিত প্রস্তাব অনুযায়ী বোর্ডের সদস্য সংখ্যা ৫–৭ জন থেকে কমিয়ে ৩–৫ জন করা হবে।
কোম্পানির সাম্প্রতিক বোর্ড সভায় আইপিও থেকে উত্তোলিত পুঁজির ব্যয় পরিকল্পনাতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন কারখানা নির্মাণকাজের নকশা ও প্রাথমিক পরিকল্পনা থেকে সরে এসে ইইউ-জিএমপি এবং সিজিএমপি মানসই উন্নত প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে কোম্পানিটি ওষুধ ও স্বাস্থ্যপণ্যের মান আরও উন্নত করার লক্ষ্য নিয়েছে।
আইপিওতে উত্তোলিত মোট ৯০ কোটি ৩৩ লাখ ৩২ হাজার ৭০০ টাকা ব্যয়ের নতুন পরিকল্পনা অনুযায়ী—
নতুন কারখানার সিভিল নির্মাণে ব্যয় হবে ৭৪ কোটি ২৪ লাখ ১২ হাজার ৪০০ টাকা, ৫ কোটি টাকা বরাদ্দ করা হবে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে, বাকি ২ কোটি ৮১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা ব্যবহার করা হবে সরঞ্জাম ও যন্ত্রপাতি ক্রয়ে।
কোম্পানির ঘোষণা অনুযায়ী ইজিএম অনুষ্ঠিত হবে মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা ৩০ মিনিটে। সভায় শেয়ারহোল্ডাররা ফিজিক্যাল উপস্থিতি অথবা ডিজিটাল প্ল্যাটফর্ম—উভয় মাধ্যমেই অংশ নিতে পারবেন। একই তারিখেই নির্ধারণ করা হয়েছে রেকর্ড ডেট।


