২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

আগামীকাল পেনিনসুলা’র ডিভিডেন্ড সংক্রান্ত বোর্ড সভা

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০১৯ ৭:১৫:০৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানি পেনিনসুলা চিটাগাং লিমিটেডের বোর্ড সভা আগামীকাল বিকেল ৩.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ৩০ জুন ২০১৯ আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এদিকে আজ প্রতিটি শেয়ার সর্বশেষ ২১ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ২০ টাকা ২০ পয়সা থেকে ৩৫ টাকা ৭০ পয়সায় ওঠানামা করে।

২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানির পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা। ২০১৮ আর্থিক বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮০০টি। ৩১ আগস্ট ২০১৯ সাল পর্যন্ত পরিচালকদের কাছে রয়েছে ৪৫.০৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭.৭০ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.১২ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৭.১১ শতাংশ শেয়ার।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩০৬ বার পড়া হয়েছে ।
Tagged