সূচক কমলেও বেড়েছে লেনদেন

আট মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

সময়: সোমবার, ডিসেম্বর ১৩, ২০২১ ৫:১৫:৫৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সোমবার (১৩ ডিসেম্বর) পতনের ধারা অব্যহত হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। একই সঙ্গে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ, যা আট মাসের মধ্যে সর্বনিম্ন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৩.৩২ পয়েন্ট বা ০.৫৫ শতাংশ কমে ছয় হাজার ৮৮২.০২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.০৮ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৮.৭৬ পয়েন্ট বা ০.৭২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪৬০.৩১ পয়েন্ট এবং দুই হাজার ৫৮৫.৩২ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০১টির বা ২৬.৭৯ শতাংশ, কমেছে ২২৮টির বা ৬০.৪৮ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি বা ১২.৭৩ শতাংশের।

ডিএসইতে আজ ১৯ কোটি ৪৫ লাখ ৭৫ হাজার ৯০৬টি শেয়ার এক লাখ ৫৭ হাজার ৮৪৮বার হাতবদল হয়, যার বাজারমুল্য ৬৯৬ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৫৪৭ টাকা ৯০ পয়সা। যা সাত মাস ২৫ দিন বা ১৫৬ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ১৮ এপ্রিল আজকের চেয়ে কম লেনদেন হয়েছে। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৬০২ কোটি টাকার। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৩ হাজার ৯০ কোটি ৭৭ লাখ ৯২ হাজার ৭২৫ টাকা ৩১ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০২.৩৪ পয়েন্ট বা ০.৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ১৬৩.৪৩ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। আজ সিএসইতে এক কোটি ৭ লাখ ৭৭ হাজার ৭২২টি শেয়ার ১৭ হাজার ৯৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩৫ কোটি ৩৪ লাখ ১২ হাজার ৭০৪ টাকা ৭০ পয়সা। এদিন সিএসইর বাজার মূলধন ছিল ৯৫ হাজার ৬৩৯ কোটি ৭ লাখ ৮৭ হাজার ৬৯০ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৪৮ বার পড়া হয়েছে ।
Tagged