আমরা নেটওয়ার্কসের ডিভিডেন্ড ও রাইট ইস্যুর ঘোষণা

সময়: মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩ ১:৪৬:০১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কসের ডিভিডেন্ড ও রাইট ইস্যুর ঘোষণাকরা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

২২ আগস্ট অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

একই বোর্ড সভায় কোম্পানিটির পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য ২:১ হারে রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

অর্থাৎ বিদ্যমান প্রতি ২টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করা হবে।

জানা যায়, কোম্পানিটি আগের বছর অর্থাৎ ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।

অর্থাৎ আগের বছরের তুলনায় ০১ শতাংশ ডিভিডেন্ড বেড়েছে।

৩০ জুন, ২০২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা।

আগের বছর অর্থাৎ ৩০ জুন, ২০২২ কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৮৫ পয়সা।

অর্থাৎ আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে এক টাকা ৭৯ পয়সা।

৩০ জুন, ২০২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ১৭ পয়সা।

আগের বছর অর্থাৎ ৩০ জুন, ২০২২ কোম্পানিটির এনওসিএফপিএস ছিল ৮ টাকা ৫১ পয়সা।

অর্থাৎ আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমেছে ২ টাকা ৩৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮ টাকা ১১ পয়সা।

আগের বছর অর্থাৎ ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৬ টাকা ৭০ পয়সা।

অর্থাৎ আগের বছরের তুলনায় শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) বেড়েছে এক টাকা ৪১ পয়সা।

আগামী ০৪ অক্টোবর, ২০২৩ সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেটনির্ধারণ করা হয়েছে ১২ সেপ্টেম্বর ২০২৩।

এদিকে, রাইট শেয়ারের অফার মূল্য হবে ৩০ টাকা। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ২০ টাকা করে প্রিমিয়াম নেওয়া হবে।

রাইট শেয়ারের মাধ্যমে সংগৃহীত টাকা কোম্পানিটি বিএমআরই (নেটওয়ার্কিং সিস্টেম আপডেট, নেটওয়ার্কের আওতাধীন এলাকা সম্প্রসারণ) ও আংশিক ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করবে।

রাইট শেয়ার ইস্যুর এই সিদ্ধান্তের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ৪ অক্টোবর অনুষ্ঠেয় কোম্পানির বার্ষিক সাধারণ সভায় তা উত্থাপন করা হবে।

শেয়ারহোল্ডাররা সম্মতি দিলে রাইট শেয়ার ইস্যুর অনুমতি চেয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করবে আমরা নেটওয়ার্কস। বিএসইসির অনুমোদন পেলে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

’এ’ ক্যাটাগরির কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এ কোম্পানির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৬১ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টাকা।

বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ১০০ কোটি ৪২ লাখ টাকা। এ কোম্পানির ৬ কোটি ১৯ লাখ ৮৬ হাজার ৬০৮টি শেয়ারের মধ্যে ৩৩.০৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২২.২৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৪৪.৭০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়েগকারীদের কাছে রয়েছে।

উল্লেখ্য, তালিকাভুকক্তির পর থেকেই কোম্পানিটি ডিভিডেন্ড দিয়ে আসছে। এর মধ্যে ২০১৮ সালে ১০ শতাংশ ক্যাশ, ২০১৯ সালে ৬ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ স্টক, ২০২০ সালে ১০ শতাংশ ক্যাশ এবং ২০২১ ও ২০২২ সালে প্রতিবছর ৫ শতাংশ ক্যাশ এব ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।

আজ ২১ আগস্ট কোম্পানিটির প্রতিটি শেয়ার ৬৪ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১১৩ বার পড়া হয়েছে ।
Tagged