আরএকে সিরামিকসের বন্ধ ইউনিট উৎপাদনে ফিরেছে

সময়: রবিবার, নভেম্বর ২৬, ২০২৩ ১১:০৯:০৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকসের বন্ধ ইউনিট উৎপাদনে ফিরেছে। উৎপাদন লাইন -১ প্রয়োজনীয় মেরামতশেষে উৎপাদনে ফিরেছে কোম্পানিটি।

গত ৯ আগস্ট থেকে কোম্পানিটির উৎপাদন লাইন -১ মেরামত কাজের জন্য বন্ধ ছিল। তবে এসময় সচল ছিল কোম্পানিটির বাকি তিনটি উৎপাদন লাইন।

রোববার (২৬ নভেম্বর) কোম্পানিটি মূল্য সংবেদনশীল তথ্যের মাধ্যমে উৎপাদনকেন্দ্রটি চালু হওয়ার বিষয়টি জানায়।

কোম্পানিটি জানিয়েছে এবার মেরামত কাজের জন্য ২ মাস বন্ধ রাখা হবে কোম্পানিটির টাইলস উৎপাদন লাইন –২।

তবে চালু থাকবে উৎপাদন লাইন ১, ৩ ও ৪।

কোম্পানিটি জানিয়েছে আজ (২৬ নভেম্বর) থেকেই বন্ধ রাখা হবে এই উৎপাদন লাইন-২।

 

 

Share
নিউজটি ৭৭ বার পড়া হয়েছে ।
Tagged