আরএন স্পিনিং ও ফার কেমিক্যালসের শেয়ারের নতুন ফ্লোর প্রাইস নির্ধারণ

সময়: মঙ্গলবার, নভেম্বর ৭, ২০২৩ ১:৪২:৫৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএন স্পিনিং ও ফার কেমিক্যালসের শেয়ারের নতুন ফ্লোরপ্রাইস নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (০৬ নভেম্বর) বিএসইসি আরএন স্পিনিং মিলস এবং ফার কেমিক্যালস ইন্ডাস্ট্রিজের নতুন ফ্লোর প্রাইস নির্ধারণের জন্য এক নির্দেশনা জারি করেছে।

নির্দেশনা অনুযায়ি ০১ নভেম্বর থেকে ০৬ নভেম্বর পর্যন্ত চার দিনের ক্লোজিং মূল্যের গড় মুল্যই হবে কোম্পানি দুটির ফ্লোর প্রাইস।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সংবাদ মাধ্যমকে বলেন, ‘বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য কমিশন আরএন স্পিনিং মিলস ও ফার কেমিক্যালসের ফ্লোর প্রাইস নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি উল্লেখ করেন, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে গত ০৩ নভেম্বর আরএন স্পিনিং মিলস ও ফার কেমিক্যালসের ফ্লোর প্রাইস নিয়ে শেয়ারনিউজে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে কোম্পানি দুটির একীভূতকরণের বিষয়ে আলোচনা করা হয়।

Share
নিউজটি ১৩৪ বার পড়া হয়েছে ।
Tagged