নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজার আবারও ঘুরে দাঁড়ানোর পরিবর্তে পতনের বৃত্তে আটকে পড়েছে। একদিন সূচক বাড়লেও পরবর্তী কয়েক কার্যদিবসে ধারাবাহিক দরপতন অব্যাহত থাকছে। এতে করে বিনিয়োগকারীরা পড়েছেন দোটানায়। মুনাফার আশায় বিনিয়োগ করেও ধারাবাহিক ক্ষতির মুখে তাদের মধ্যে সৃষ্টি হয়েছে গভীর আস্থার সংকট।
চলতি সপ্তাহের শুরুতে সূচক ও লেনদেন কিছুটা ইতিবাচক থাকলেও সপ্তাহের দ্বিতীয় ও তৃতীয় কার্যদিবসে আবারও বাজারে নেমে এসেছে নেতিবাচক ধারাবাহিকতা। আজ সোমবার (১৯ মে) সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমে গেছে।
বাজারে টানা মন্দার কারণে ক্ষোভে ফেটে পড়েছেন অনেক বিনিয়োগকারী। কেউ কেউ কাফনের কাপড় পরে কফিন মিছিল ও মানববন্ধনের মতো প্রতীকী কর্মসূচিও পালন করেছেন। যদিও বাজার স্থিতিশীল রাখতে নীতিনির্ধারকদের পক্ষ থেকে নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে তাতে এখনো কোনো ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৭৭৬.৭৩ পয়েন্টে।
ডিএসইএস সূচক ৪.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,০৪১.৯৩ পয়েন্টে, আর ডিএসই-৩০ সূচক ৮.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১,৭৭১.৯৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৫টির দর বেড়েছে, ২০২টির দর কমেছে, এবং ৭০টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ২৯২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের ২৯৬ কোটি ৪৪ লাখ ৮২ হাজার টাকার তুলনায় ৩ কোটি ৮৪ লাখ ৮২ হাজার টাকা কম।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ১১ কোটি ১১ লাখ ৬৯ হাজার টাকার, যা আগের দিনের ৬ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকা থেকে উল্লেখযোগ্য পরিমাণে বেশি।
সিএসইতে আজ লেনদেনে অংশ নেওয়া ১৮৯টি কোম্পানির মধ্যে ৫৭টির দর বেড়েছে, ১০১টির দর কমেছে, এবং ৩১টির দর অপরিবর্তিত রয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ২৫.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩,৩৭৮.৪৩ পয়েন্টে, যেখানে আগের দিন সূচক কমেছিল ৭৮.০৪ পয়েন্ট।


