নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড (UNIQUEHRL) তাদের সম্মানিত শেয়ারহোল্ডারদের প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার অনুরোধ জানিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, আসন্ন রেকর্ড ডেটের (১৮ নভেম্বর ২০২৫) আগে বিনিয়োগকারীদের তাদের ১২-অঙ্কের ই-টিআইএন (e-TIN) নম্বর, ব্যাংক সংক্রান্ত তথ্য (ব্যাংকের নাম, শাখার নাম, অ্যাকাউন্ট নম্বর, রাউটিং নম্বর), ডাক ঠিকানা ও মোবাইল নম্বর নিজ নিজ ডিপোজিটরি পার্টিসিপ্যান্টের (DP) মাধ্যমে বিও (BO) একাউন্টে হালনাগাদ করতে হবে।
ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস জানিয়েছে, যারা নির্ধারিত সময়ের মধ্যে ই-টিআইএন তথ্য হালনাগাদ করবেন না, তাদের প্রাপ্য লভ্যাংশ থেকে আয়কর আইন ২০২৩-এর ধারা ১১৭ অনুযায়ী ১০ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ উৎসে কর কর্তন করা হবে।
এছাড়া কোম্পানিটি বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করার অনুরোধ জানিয়েছে, যাতে বিইএফটিএন (BEFTN) ব্যবস্থার মাধ্যমে সরাসরি নগদ লভ্যাংশ জমা দেওয়া যায়।
একই সঙ্গে শেয়ারহোল্ডারদের ই-মেইল ঠিকানা হালনাগাদ করার অনুরোধ জানানো হয়েছে, যাতে বার্ষিক প্রতিবেদন ও নোটিশের সফট কপি সহজে তাদের কাছে পাঠানো যায়।


