নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) তাদের দ্বিতীয় পার্পেচ্যুয়াল বন্ডে বিনিয়োগকারীদের জন্য বার্ষিক ১০ শতাংশ কূপণ রেট ঘোষণা করেছে। আগামী ৬ মাসের জন্য (৭ আগস্ট ২০২৫ থেকে ৬ ফেব্রুয়ারি ২০২৬) এই হার কার্যকর থাকবে। এ তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
ঘোষিত কূপণ রেটের প্রেক্ষিতে সোমবার (০৪ আগস্ট) বন্ডটির লেনদেন মূল্যসীমা ছাড়াই সম্পন্ন হবে বলে ডিএসই জানিয়েছে।
উল্লেখ্য, পার্পেচ্যুয়াল বন্ড হচ্ছে এক ধরনের অনির্দিষ্টকালের জন্য ইস্যুকৃত বন্ড, যেখানে মূলধন ফেরতের নির্দিষ্ট সময়সীমা না থাকলেও নির্ধারিত হারে নিয়মিত কূপন প্রদান করা হয়। ইউসিবির বন্ডে এ ধরনের কূপণ হার বিনিয়োগকারীদের জন্য একটি নির্ভরযোগ্য আয় উৎস হিসেবে বিবেচিত হতে পারে।


