নিজস্ব প্রতিবেদক : তথ্যপ্রযুক্তি খাতের তালিকাভুক্ত কোম্পানি ইজেনারেশন পিএলসি ৩০ সেপ্টেম্বর ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে জানা যায়, আলোচ্য প্রান্তিকে ইজেনারেশনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৪ পয়সা, যা গত বছরের একই সময় ছিল ২০ পয়সা। অর্থাৎ, বছরওয়ারি হিসেবে কোম্পানিটির আয় প্রায় ৩০ শতাংশ হ্রাস পেয়েছে।
প্রান্তিক শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (NOCFPS) দাঁড়িয়েছে মাইনাস ৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাইনাস ৭ পয়সা।
এছাড়া, ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২৩ টাকা ৫২ পয়সা।


