সূচক কমলেও বেড়েছে লেনদেন

ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে ডিএসইর সূচক

সময়: রবিবার, আগস্ট ২২, ২০২১ ১০:০৩:৪২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবসেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে ওঠে এসেছে, যা শেয়ারবাজারের জন্য মাইলফলক। এদিন লেনদেনের শুরু থেকেই সূচকের তীর উপরের দিকে ছিল। পুরোটা সময় স্বাভাবিক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলে। যে কারণে দিনশেষে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। একই সঙ্গে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর ও বাজার মূলধন

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮১.৬১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৪২.২৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসই-৩০ সূচক দশমিক ২৮.৩৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৫১.৮৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই’র শরিয়াহ্ সূচক ১৮.৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৭৯.৭২ পয়েন্টে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৪৭টি, কমেছে ৯৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

আজ ডিএসইতের ‘এ’ ক্যাটাগরির ৬১.৬৭ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন ‘এ’ ক্যাটাগরির ২৭৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৯টিটর, কমেছে ৭৭টি এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

আজ ডিএসইতে ‘বি’ ক্যাটাগরির ৬৯.৪৯ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন ‘বি’ ক্যাটাগরির ৫৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ১৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৫টির।

আজ ডিএসইতে ‘এন’ ক্যাটাগরির ৮৩.৩৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন ‘এন’ ক্যাটাগরির ১২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০টির এবং কমেছে ১২টির।

আজ ডিএসইতে ‘জেড’ ক্যাটাগরির ৮৭.০৯ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন ‘জেড’ ক্যাটাগরির ৩১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৭টির এবং কমেছে ৪টির।

আজ ডিএসইতে মিউচ্যুয়াল ফান্ডে ২৭.৭৭ শতাংশ ফান্ডের দর বেড়েছে। এদিন মিচ্যুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৬টি ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০টি, কমেছে ১১টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

আজ ডিএসইতে মোট ৯০ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার ১৯০টি শেয়ার ৩ লাখ ৬৬ হাজার একবার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ হাজার ৭০৬ কোটি ৩১ লাখ ৮১ হাজার ২২ টাকা ৫০ পয়সা। যা গত কার্যদিবসের তুলনায় ৪৮৭ কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা ৬০ পয়সা বা ২১.৯৬ শতাংশ বেশি।

আজ ডিএসই’র বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৪ হাজার ৪৩৯ কোটি ২৪ লাখ ২২ হাজার ৬৯৮ টাকা ৫৭ পয়সা। যা আগের কার্যদিবসের তুলনায় ৪ হাজার ৭১৭ কোটি ৬২ লাখ ১৮ হাজার ২৪৩ টাকা ৬৭ পয়সা বেশি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০৮.২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯২১.৪৭ পয়েন্টে। সিএসইতে আজ ৩২৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১৮টির দর বেড়েছে, কমেছে ৮৩টির আর ২৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৫৪ বার পড়া হয়েছে ।
Tagged