নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইনটেক লিমিটেড তাদের ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, বুধবার (১২ নভেম্বর) পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৮ পয়সা ছিল।
প্রান্তিক শেষে ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৪ পয়সা, যেখানে গত বছর একই সময়ে এটি ছিল মাইনাস ২ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৫৩ পয়সা, যা কোম্পানির আর্থিক অবস্থার সামান্য ঋণাত্মক পরিস্থিতি প্রতিফলিত করছে।


