নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গালভানাইজিং লিমিটেড বিনিয়োগকারীদের হতাশ করেছে। ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। এর আগে ২০২৪ অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। রোববার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
শেয়ারপ্রতি বড় ধরনের লোকসান
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (EPS) দাঁড়িয়েছে ১২ টাকা ৩২ পয়সা,
যেখানে আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৭২ পয়সা।
অর্থাৎ, এক বছরের ব্যবধানে কোম্পানির আয় প্রবলভাবে নিম্নমুখী হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য হতাশাজনক খবর।
নগদ প্রবাহেও বড় ধস
২০২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (Cash Flow per Share) হয়েছে মাইনাস ৩ টাকা ৫৬ পয়সা,
যা আগের বছর ছিল ১ টাকা ৯৪ পয়সা।
এ থেকে বোঝা যায়, কোম্পানির কার্যক্রমে নগদ প্রবাহ সংকুচিত হয়ে গেছে।
নিট সম্পদমূল্য প্রায় শূন্যের কোঠায়
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) নেমে এসেছে ১ টাকা ৩৮ পয়সায়,
যা ইঙ্গিত দেয় যে কোম্পানিটি আর্থিকভাবে চাপে রয়েছে।
এজিএম ও রেকর্ড ডেট
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুরে।
এজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ ডিসেম্বর, ২০২৫।
বিশ্লেষণ
আনোয়ার গালভানাইজিংয়ের এই বড় ধরনের লোকসান এবং ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিশ্লেষকরা বলছেন, কাঁচামালের ব্যয় বৃদ্ধি, বাজার প্রতিযোগিতা এবং উৎপাদন ব্যয়ের চাপ কোম্পানির মুনাফায় প্রভাব ফেলেছে।


