ইমাম বাটনের অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ তদন্তের নির্দেশ

সময়: বুধবার, নভেম্বর ২৯, ২০২৩ ৯:৪১:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটনের শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমাম বাটনের শেয়ারদর ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ১০৪ টাকা ৪০ পয়সা ছিল। যা বৃদ্ধি পেয়ে ২৬ অক্টোবর ১৯৪ টাকা ১০ পয়সায় হয়েছে।

শেয়ারদর অস্বাভাবিক গতিবিধির জন্য উক্ত কোম্পানিটির সাম্প্রতিক সময়ের লেনদেনের উপর তদন্তের নির্দেশনা দিয়ে মঙ্গলবার (২৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশ প্রদান করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

 

Share
নিউজটি ৪২১ বার পড়া হয়েছে ।
Tagged