নিজস্ব প্রতিবেদক : ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ১৭.৫০ শতাংশ স্টকসহ ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক পিএলসি। ডিএসই এই তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩১ টাকা ৬৩ পয়সা।


