ইস্টার্ন লুব্রিক্যান্ডন্টসের ক্যাশ ডিভিডেন্ড প্রেরণ

সময়: মঙ্গলবার, মার্চ ৭, ২০২৩ ৮:৪৫:৫৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিক্যান্ডন্টসের ক্যাশ ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩০ জুন ,২০২২ সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। বাকী ১০ শতাংশ বোনাস।

সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯.৫০ টাকা।

২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৭.৫২ টাকায়।

ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ।

 

Share
নিউজটি ১২৪ বার পড়া হয়েছে ।
Tagged