ইস্টার্ন হাউজিং প্রকাশ করল ২০২৫ সালের প্রথম প্রান্তিক, ইপিএস বেড়ে ২.১৬ টাকা

সময়: সোমবার, অক্টোবর ২৭, ২০২৫ ১১:৩৩:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের (Q1 2025) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

? প্রথম প্রান্তিকের ইপিএস (EPS)
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ২ টাকা ১৬ পয়সা,
যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭০ পয়সা।

? শেয়ারপ্রতি নগদ প্রবাহ (Cash Flow)
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ মাইনাস ৫৯ পয়সা,
যা গত বছরের একই সময়ে ২ টাকা ৩৬ পয়সা ছিল। এটি কার্যক্রম থেকে নগদ প্রবাহের চাপের ইঙ্গিত দিচ্ছে।

? শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS)
৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৯২ টাকা ১৬ পয়সা,
যা কোম্পানির আর্থিক স্থিতিশীলতা ও বাজারে শেয়ারহোল্ডারদের আস্থা প্রদর্শন করছে।

? বিশ্লেষণ
প্রথম প্রান্তিকে EPS বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে যে ইস্টার্ন হাউজিংয়ের আয়ের ধারাবাহিকতা আছে, তবে নেগেটিভ ক্যাশ ফ্লো ব্যবসার কার্যক্রমে কিছু চ্যালেঞ্জের প্রতিফলন। বাজার বিশ্লেষকরা মনে করছেন, কোম্পানির NAVPS-এ স্থিতিশীলতা শেয়ারহোল্ডারদের দীর্ঘমেয়াদি আস্থার জন্য ইতিবাচক।

 

Share
নিউজটি ৬৯ বার পড়া হয়েছে ।
Tagged