নিজস্ব প্রতিবেদক: ধারাবাহিক দরপতনের পর আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের পঞ্চম কার্যদিবস বুধবার (২১ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন—উভয়ই ঊর্ধ্বমুখী প্রবণতায় দিন শেষ করেছে।
দিনের শুরু থেকেই সূচকে ইতিবাচক গতি লক্ষ করা যায়, যা লেনদেন চলাকালীন সময়ে কিছুটা ওঠানামা করলেও শেষ পর্যন্ত উত্থানেই দিনটি শেষ হয়। একই চিত্র ছিল অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়ন্ত্রক সংস্থার সক্রিয়তা এবং সরকারের ইতিবাচক উদ্যোগ বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভূমিকা রাখছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়ছে এবং তারা আবারও লেনদেনে সক্রিয় হচ্ছেন। এরই ধারাবাহিকতায় টানা দুই কার্যদিবস ধরে সূচক ও লেনদেন বৃদ্ধি পাচ্ছে।
এদিকে, বাজার পুনরুদ্ধার এবং কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনার জন্য আগামী ২৯ মে (বৃহস্পতিবার) ঢাকায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভায় সভাপতিত্ব করবেন ড. আনিসুজ্জামান চৌধুরী, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা)।
সরকার শেয়ারবাজারকে বিনিয়োগবান্ধব ও গতিশীল করতে অংশীজনদের পরামর্শ ও মতামতকে গুরুত্ব দিচ্ছে। বাজার সংশ্লিষ্টদের আশা, এই সভা বাজারের ভবিষ্যৎ ব্যবস্থাপনায় ইতিবাচক দিকনির্দেশনা দেবে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।
সূচক ও লেনদেনের চিত্র
বাজার পর্যালোচনায় দেখা গেছে, দুই দিনের পতনের ধারা কাটিয়ে আজ ডিএসইতে সূচক বেড়েছে। ডিএসইএক্স সূচক ৬.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৮০১.৩২ পয়েন্টে।
ডিএসইএস সূচক ২.৯৬ পয়েন্ট বেড়ে হয়েছে ১,০৫০.২৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১,৭৮১.৬৬ পয়েন্টে।
ডিএসইতে আজ মোট ৩৯৯টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২২৭টির দর বেড়েছে, ১০৫টির কমেছে এবং ৬৭টির দর অপরিবর্তিত ছিল।
আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩২৬ কোটি ২৯ লাখ ৬৫ হাজার টাকার, যা আগের দিনের ২৯৭ কোটি ৭১ লাখ ৪৩ হাজার টাকা থেকে ২৮ কোটি ৫৮ লাখ ২২ হাজার টাকা বেশি।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৮৪ লাখ ৮৭ হাজার টাকায়, যা আগের দিনের তুলনায় ১ কোটি ১৯ লাখ ২১ হাজার টাকা বেশি।
সিএসইতে আজ লেনদেনে অংশ নিয়েছে ১৯৪টি কোম্পানি। এর মধ্যে ১১৩টির দর বেড়েছে, ৫৩টির কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে।
সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আজ ২৯.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩,৪০০.০২ পয়েন্টে। আগের দিন সূচক কমেছিল ৭.৯৮ পয়েন্ট।


