সূচক কমলেও বেড়েছে লেনদেন

উত্থানে ফিরলেও লেনদেন কমেছে

সময়: সোমবার, সেপ্টেম্বর ২০, ২০২১ ৫:১৫:৪১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস পতনের পর আজ সোমবার (২০ সেপ্টেম্বর) উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারের সব সূচক বাড়লেও টাকার অংকের লেনদেনের পরিমাণ কমেছে। আজ ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানেরে শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ২০৫.৮২ পয়েন্টে। এদিন ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.২৭ পয়েন্ট পয়েন্ট বেড়ে এক হাজার ৫৭০.০৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৬৬১.৪১ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

ডিএসইতে আজ ৪০ কোটি ৫১ লাখ ৫৫ হাজার ৫৮টি শেয়ার ২ লাখ ৭৬ হাজার ৩৪০বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ৭৬২ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৭৮৪ টাকা ৫০ পয়সা। যা এক মাস ২২ দিন বা ৩২ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে চলতি বছরের ২৯ জুলাই আজকের চেয়ে কম লেনদেন হয়েছিল। ওইদিন লেনদেন হয়েছিল এক হাজার ৫২১ কোটি ৩১ লাখ টাকার।

আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৭৩ হাজার ৩ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ৩৬০ টাকা ২৭ পয়সা।

এদিকে, আজ অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮০.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৬৩.৩৭ পয়েন্টে। সিএসইতে এদিন লেনদেনে অংশ নেয়া ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

আজ সিএসইতে এদিন ২ কোটি ৩৩ লাখ ৫২ হাজার ৪২৭টি শেয়ার ২৭ হাজার ৫০০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭৫ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ২৩৩ টাকা ৮০ পয়সা। এদিন সিএসইর বাজার মূলধন ছিল ৮৪ হাজার ৯৪৯ কোটি ৯৭ লাখ ৪৯ হাজার ১৮৭ টাকা ৫০ পয়সা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৬১ বার পড়া হয়েছে ।
Tagged