নিজস্ব প্রতিবেদক : টানা চার কার্যদিবস পতনের পর আজ বুধবার (১৫ জুন) উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩.১২ পয়েন্ট বা ০.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৭৪.৫১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৯২ পয়েন্ট বা ০.১৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বা ০.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৮৯.৫৯ পয়েন্টে এবং দুই হাজার ৩০১.৯১ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৪৩ কোটি ৮৮ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৬৮ কোটি ৯৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৭৪ কোটি ৯১ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৮২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৫ টির বা ৪৫.৮১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৬১ টির বা ৪২.১৫ শতাংশের এবং ৪৬ টির বা ১২.০৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬১.৯৭ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৭২.৯২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৮ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩১ টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টির দর। আজ সিএসইতে ৪২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


