সূচক কমলেও বেড়েছে লেনদেন

উত্থান দিয়ে সপ্তাহ শেষ শেয়ারবাজারে

সময়: বৃহস্পতিবার, অক্টোবর ২১, ২০২১ ৫:২৭:৫৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সাত কার্যদিবস পতনের পর সপ্তাহের শেয়ার কার্যদিবসে উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) শেয়ারবাজারের সব সূচক বাড়লেও কমেছে লেনদেন অংশ নেয়া বশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৬.২৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১২.২৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪৩.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৫১৮.১৬ পয়েন্টে এবং দুই হাজার ৬৯৯.৩৩ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৩টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

ডিএসইতে এদিন ২৭ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৭৬০টি শেয়ার এক লাখ ৭৬ হাজার ২৫৮বার হাতবদল হয়, যার বাজারমুল্য এক হাজার ৩১০ কোটি ৯৭ লাখ ১০ হাজার ২৪ টাকা ৭০ পয়সা। যা আগের দিন থেকে ৩৭১ কোটি ৮৮ লাখ টাকা কম। আজ ডিএসইর বাজার মূলধন ৫ লাখ ৬৯ হাজার ৮৫১ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৫৮৮ টাকা ৮১ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭১.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৯২.৭৮ পয়েন্টে। সিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। সিএসইতে এদিন এক কোটি ২২ লাখ ৯৩ হাজার ৮০১টি শেয়ার ১২ হাজার ৯৬৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪১ কোটি ৮১ লাখ ৩৯ হাজার ৩৯৫ টাকা ৪০ পয়সা। আজ সিএসইর বাজার মূলধন ছিল ৮৪ হাজার ৯৮৯ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার ৬৭০ টাকা।

 

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৫২ বার পড়া হয়েছে ।
Tagged