সূচক কমলেও বেড়েছে লেনদেন

উত্থান দিয়ে সপ্তাহ শেষ

সময়: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২ ৪:১৭:২৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আজ ০৮ সেপ্টেম্বর সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেন। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৫৫ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৬০.০১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২২.৫৯ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩৭৬.১৭ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.৯৭ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৪১.২৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭২ টির বা ১৯ শতাংশের, শেয়ার দর কমেছে ১৮৮টির বা ৪৯.৬০ শতাংশের এবং ১১৯টির বা ৩১.৪০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন এক হাজার ৮৭৭ কোটি ৭৬ লাখ টাকার। যা আগের দিন থেকে ৩২৩ কোটি ৫৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল দুই হাজার ২০১ কোটি ৩৫ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮২.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৭৯.৪৬ পয়েন্টে। সিএসইতে আজ ২৭৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৫টির দর বেড়েছে, কমেছে ১৪০টির আর ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে ২৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১৭৭ বার পড়া হয়েছে ।
Tagged