উসমানিয়া গ্লাসের দ্বিতীয় প্রান্তিকে লোকসান কমেছে

সময়: মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬ ৭:২২:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি উসমানিয়া গ্লাস লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫–ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ১৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ২৫ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২৫–ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ ছিল ২ টাকা ৫৪ পয়সা।

প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৫৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাইনাস ১ টাকা ৯৭ পয়সা।

এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬১ টাকা ৯০ পয়সা।

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged