নিজস্ব প্রতিবেদক: ৩৯২ কোটি টাকা পরিশোধের পর এক্সিম ব্যাংকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করল ব্যাংক এশিয়া। ঢাকার অর্থঋণ আদালত-৫ এ দায়ের হওয়া ঋণ খেলাপি সংক্রান্ত মামলার নিষ্পত্তি ঘটেছে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)। আদালতের বিচারক মোজাহেদুর রহমানের কাছে ব্যাংক এশিয়া জানায়, এক্সিম ব্যাংকের সঙ্গে তাদের ঋণ সংক্রান্ত সব পাওনা মিটে গেছে। এরপর তারা মামলা প্রত্যাহারের আবেদন করলে আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন। আদালতের কর্মকর্তা মো. ইমরুল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ৪ আগস্ট একই আদালত ঋণ খেলাপির কারণে এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় সাময়িকভাবে অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন। তবে ওই নির্দেশের পর ২৭ আগস্ট এক্সিম ব্যাংক সুদ-আসসহ মোট ৩৯২ কোটি ২১ লাখ টাকা ব্যাংক এশিয়াকে পরিশোধ করে।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালে তারল্য সংকট মোকাবেলায় এক্সিম ব্যাংক ব্যাংক এশিয়ার কাছ থেকে ৩৫০ কোটি টাকা ঋণ নিয়েছিল। নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে না পারায় ব্যাংক এশিয়া আইনের আশ্রয় নেয়। তবে শেষ পর্যন্ত ঋণ পরিশোধের মাধ্যমে দুই ব্যাংকের মধ্যকার বিরোধের অবসান ঘটে।


