এএফসি অ্যাগ্রোর ১০০ কোটি টাকার বন্ড ইস্যু

সময়: সোমবার, ডিসেম্বর ২, ২০১৯ ৩:৩৬:২৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেডের পরিচালনা পর্ষদ ১০০ কোটি টাকার নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বন্ডের মেয়াদ হবে ৫ বছর। বন্ডটি ১১ শতাংশ হারে ফিক্সড ইন্টারেস্ট দেবে। বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংক ঋণ পরিশোধ ও মূলধন সহয়তা করা হবে। কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর বন্ড ইস্যু করবে।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি এবং পরিশোধিত মূলধন ১০৪ কোটি ৭৪ লাখ ২০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৪৭ লাখ ৪২ হাজার। ২১ অক্টোবর ২০১৯ পর্যন্ত পরিচালকদের হাতে রয়েছে ৩০.২৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৭.৬৫ শতাংশ এবং ৩২.০৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৩৩ বার পড়া হয়েছে ।
Tagged