এএমসিএলকে (প্রাণ) ডিএসইর শোকজ

সময়: সোমবার, সেপ্টেম্বর ১৩, ২০২১ ২:২৭:৫৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এএমসিএলের (প্রাণ) অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ নোটিশ পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে একটি তদন্ত নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে গত ১২ সেপ্টেম্বর কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ২৬ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর ছিল ২১৩.৬০ টাকায়। আর ১২ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩১২.৭০ টাকায়। অর্থাৎ এই ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৯৯.১০ টাকা বা ৪৩ শতাংশ বেড়েছে।

এ দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩২২ বার পড়া হয়েছে ।
Tagged