এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে ৮৫৭ কোটি টাকা আত্মসাত মামলা

সময়: সোমবার, আগস্ট ১৮, ২০২৫ ৪:৩৮:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জালিয়াতি ও যোগসাজশের মাধ্যমে সাড়ে ৮০০ কোটি টাকার ঋণ আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যানসহ মোট ২১ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে রোববার (১৭ আগস্ট) এ মামলা দায়ের করেন।

মামলার প্রধান আসামি
মোজাম্মেল হোসাইন – মদিনা ডেটস অ্যান্ড নাটসের মালিক ও ঋণগ্রহীতা

নজরুল ইসলাম মজুমদার – এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান

নাসরিন ইসলাম – নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী ও সাবেক পরিচালক

মো. নজরুল ইসলাম স্বপন – বর্তমান চেয়ারম্যান ও সাবেক পরিচালক

একাধিক সাবেক ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক, ভাইস প্রেসিডেন্ট, নির্বাহী ও শাখা ব্যবস্থাপকসহ মোট ২১ জন আসামি

অভিযোগের বিবরণ
এজাহারে উল্লেখ করা হয়েছে, এক্সিম ব্যাংকের মতিঝিল শাখা থেকে মোজাম্মেল হোসাইন অসাধু উদ্দেশ্যে ঋণ গ্রহণ করেন। এ প্রক্রিয়ায় ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও নিয়ম ভঙ্গ করে ঋণ অনুমোদন দেন।

ঋণ খেলাপি হওয়ার পর ব্যাংক বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং সরকারের আর্থিক খাতও ক্ষতিগ্রস্ত হয়।

আত্মসাতের পরিমাণ
মোট আত্মসাত: ৮৫৭ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৭৫০ টাকা

আইনগত অবস্থান
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

Share
নিউজটি ১৭০ বার পড়া হয়েছে ।
Tagged