এক বছরে দেড় লাখের বেশি বিও অ্যাকাউন্টে কমেছে

সময়: সোমবার, জানুয়ারি ২, ২০২৩ ১:৩১:৩৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালে বেশিরভাগ সময় মন্দাবস্থায় থাকার কারণে দেশের শেয়ারাবাজরে কমেছে বিও অ্যাকাউন্ট কমেছে দড় লাখেরও বেশি। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২০২১ সালের শেষ কার্যদিবস দেশের শেয়ারাবাজারে বিও হিসাব ছিল ২০ লাখ ৩৪ হাজার ৩৯৯টি। আর ২০২২ সালের শেষ কার্যদিবস বিও হিসাব দাঁড়ায় ১৮ লাখ ৬১ হাজার ৩০১টিতে। সুতরাং, ১ বছরের ব্যবধানে বিও হিসাব কমেছে এক লাখ ৭০ হাজার ০৯৮টি।

২০২১ সালের শেষ কার্যদিবস পুরুষদের বিও হিসাব ছিল ১৫ লাখ ১১ হাজার ৭৩৪টি। যেখানে ২০২২ সালের শেষ কার্যদিবস পুরুষদের বিও হিসাব দাঁড়ায় ১৩ লাখ ৮৯ হাজার ৮৯০টিতে। সুতরাং, ১ বছরের ব্যবধানে শেয়ারবাজার থেকে বিও হিসাব কমেছে ১ লাখ ২১ হাজার ৮৪৪ পুরুষ।

২০২২ সালের শেষ কার্যদিবস নারীদের বিও হিসাব দাঁড়ায় ৪ লাখ ৫৫ হাজার ০২৪টিতে। ২০২১ সালের শেষ কার্যদিবস নারীদের বিও হিসাব ছিল ৫ লাখ ০৭ হাজার ৩১৫টিতে। সুতরাং, ১ বছরের ব্যবধানে শেয়ারবাজার থেকে বিও হিসাব কমেছে ৫২ হাজার ২৯১ নারী।

২০২১ সালের শেষ কার্যদিবস কোম্পানি বিও হিসাব ছিল ১৫ হাজার ৩৫০টি। আর ২০২২ সালের শেষ কার্যদিবস কোম্পানি বিও হিসাব দাঁড়ায় ১৬ হাজার ৩৮৭টিতে। সুতরাং, ১ বছরের ব্যবধানে কোম্পানি বিও হিসাব বেড়েছে ১ হাজার ৩৭টি।

২০২২ সালের শেষ কার্যদিবস দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১ লাখ ৫০ হাজার ৮৯১টি কমে দাঁড়ায় ১৭ লাখ ৮১ হাজার ৭৯৭টিতে। ২০২১ সালের শেষ কার্যদিবস দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৯ লাখ ৩২ হাজার ৬৮৮টিতে।

২০২১ সালের শেষ কার্যদিবস বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৮৬ হাজার ৩৬১টিতে। ২০২২ সালে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব ২৩ হাজার ২৪৪টি কমে দাঁড়ায় ৬৩ হাজার ১১৭টিতে।

 

Share
নিউজটি ১৫৯ বার পড়া হয়েছে ।
Tagged