সূচক কমলেও বেড়েছে লেনদেন

এনবিআরের চিঠিকে ঘিরে আতঙ্ক, টানা দরপতনে কেঁপে উঠল শেয়ারবাজার

সময়: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ৭:২৯:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: এনবিআরের চিঠিকে ঘিরে বিনিয়োগকারীদের আতঙ্কে শেয়ারবাজারে টানা দরপতন ঘটছে। যদিও ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সেই চিঠি স্থগিত করেছে, তবুও বিনিয়োগকারীদের মনে ভয় কাটেনি। বাজারসংশ্লিষ্টদের মতে, এই আতঙ্ক অযৌক্তিক। কারণ গত এক বছরে ৫০ লাখ টাকার বেশি মুনাফা করেছেন এমন বিনিয়োগকারীর সংখ্যা হাতে গোনা কয়েকজন ভাগ্যবান ছাড়া আর কেউ নন। পতনশীল বাজারে এত বড় মুনাফা করা সহজ বিষয় নয়। তাই আতঙ্কিত না হয়ে বিনিয়োগকারীদের স্বাভাবিক লেনদেনে ফেরার আহ্বান জানিয়েছেন তারা।

আজ রোববার (সপ্তাহের প্রথম কার্যদিবস) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মাধ্যমে লেনদেন শুরু হলেও কিছুক্ষণ পর বাজারে ধীর গতির পতন ধরা দেয়। বেলা সাড়ে ১১টার পর থেকে সূচক নিচের দিকে নামতে থাকে, যা দিনশেষ পর্যন্ত অব্যাহত থাকে। ফলে সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও কমে যায়। একইসঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরও কমেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৮.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৩৮১.৮৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৯.২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৫৮.৯৫ পয়েন্টে, আর ডিএসই-৩০ সূচক ২৩.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ২,০৮৩.৪৩ পয়েন্টে।

আজকের লেনদেনে ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ৩৯টির দর বেড়েছে, ৩০৭টির দর কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের দিক থেকেও কমেছে টাকার অঙ্ক। আজ ডিএসইতে মোট ৬২১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৬৫৪ কোটি ৭২ লাখ টাকার চেয়ে ৩৩ কোটি ২৩ লাখ টাকা কম।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে সেখানেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। আজ সিএসইতে মোট ১৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ১২ কোটি ৫১ লাখ টাকার চেয়ে বেশি।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৪ প্রতিষ্ঠানের মধ্যে ৩১টির দর বেড়েছে, ১৬৪টির দর কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত ছিল। সূচকের ক্ষেত্রে সিএএসপিআই ১৭৪.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫,৪১৫.৯৭ পয়েন্টে। আগের কার্যদিবসে সূচক ৭৮.১৯ পয়েন্ট কমেছিল।

বাজার বিশ্লেষকদের মতে, এনবিআরের চিঠিকে ঘিরে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তা মূলত বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া। যেহেতু চিঠিটি স্থগিত করা হয়েছে, তাই অযথা ভয় না পেয়ে বিনিয়োগকারীদের আবারও সক্রিয় লেনদেনে ফিরে আসা উচিত।

 

Share
নিউজটি ১৩৯ বার পড়া হয়েছে ।
Tagged